Cinemay Deshbhag - Book by Chandi Mukhopaddhay



দেশভাগ প্রতর্ক কতটা জুড়ে আছে বাংলা তথা ভারতীয় সিনেমায়? কতটা হয়েছে স্মৃতির চর্চা? এসব প্রশ্ন মাথায় রেখেই এই গবেষণা-গ্রন্থ, যা শুধু সমান্তরাল বা আর্ট ফিল্মের মধ্যেই নয়, অনুসন্ধান করা হয়েছে ভারতের মূল স্রোতের সিনেমাতেও। পার্টিশন মেমোরিকে বাণিজ্যিক সিনেমা কীভাবে গ্রহণ-বর্জন করেছে, রয়েছে তারও তত্ত্ব-তালাস। স্বাভাবিক কারণেই এসেছে বিশ্ব চলচ্চিত্রের দেশভাগ। এসেছে বাংলাদেশ ও পাকিস্তানের সিনেমাও। অতএব, দাবি করা যেতে পারে, বাংলা ভাষায় এটাই প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ- যার বিষয় ‘দেশভাগ’। যার লক্ষ্য সিনেমাসূত্রে পার্টিশন মেমরি বা ট্রমার পুনরাবিষ্কার।
 

Comments

Popular posts from this blog

Ram Sita Coin from Akbar's Era

Jagannath Mandir, Mirgoda, Purba Medinipur

Manasa Mangal Kavya