Cinemay Deshbhag - Book by Chandi Mukhopaddhay



দেশভাগ প্রতর্ক কতটা জুড়ে আছে বাংলা তথা ভারতীয় সিনেমায়? কতটা হয়েছে স্মৃতির চর্চা? এসব প্রশ্ন মাথায় রেখেই এই গবেষণা-গ্রন্থ, যা শুধু সমান্তরাল বা আর্ট ফিল্মের মধ্যেই নয়, অনুসন্ধান করা হয়েছে ভারতের মূল স্রোতের সিনেমাতেও। পার্টিশন মেমোরিকে বাণিজ্যিক সিনেমা কীভাবে গ্রহণ-বর্জন করেছে, রয়েছে তারও তত্ত্ব-তালাস। স্বাভাবিক কারণেই এসেছে বিশ্ব চলচ্চিত্রের দেশভাগ। এসেছে বাংলাদেশ ও পাকিস্তানের সিনেমাও। অতএব, দাবি করা যেতে পারে, বাংলা ভাষায় এটাই প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ- যার বিষয় ‘দেশভাগ’। যার লক্ষ্য সিনেমাসূত্রে পার্টিশন মেমরি বা ট্রমার পুনরাবিষ্কার।
 

Comments

Popular posts from this blog

Dandesvara and Mahamaya Mandir, Karnagarh, West Medinipur

Manasa Mangal Kavya