Boro Balaram Mandir, Purba Bardhaman
বর্ধমান জেলার রায়না অন্তর্গত 'বোড়ো বলরাম' একটি ঐতিহ্য পূর্ণ গ্রাম ৷ এই গ্রামে শ্রী শ্রী বলরাম দেবের প্রাচীন মন্দির রয়েছে। এই মন্দির প্রতিষ্ঠানের কোনও প্রামান্য ইতিহাস নেই, রয়েছে বহু লোক কাহিনি।
লাঙলবাহী কৃষিদেবতা শ্রী শ্রী বলরাম দেবের এটি বৃহত্তর প্রাচীন দেবমূর্তি ৷ মন্দিরের প্রবেশ দ্বারের মাথায় অলঙ্কৃত রয়েছে শ্রীকৃষ্ণের মূর্তি, সঙ্গে রাধা, ললিতা ও শ্রী রামচন্দ্র দেব ৷ মূর্তিটির উচ্চতা বারো ফুটের ও বেশি এবং চালচিত্র নিয়ে ষোলো ফুট। গোলাকার ত্রিনয়ন ,মাথার ওপর তেরোটি অহিছত্র (সর্প) ও দুই কাঁধে আছে মকর ৷ বলরাম দেবের চোদ্দটি হাত রয়েছে ৷ এই মূতিটি নিমকাঠের তেরী ৷
মূল মন্দিরের পাশে আট ফুট বাই আট ফুটের, একটি পঞ্চরত্ন মন্দির রয়েছে। এই মন্দিরটি বলরাম ক্ষেত্রের কোন এক সন্যাসীর সমাধি মন্দির হিসেবে কথিত। এই মন্দিরের ভেতরে কোনও বিগ্রহ নেই।
শ্রী শ্রী বলরাম দেবের মন্দিরে সারা বছরই থাকে নানা উৎসব | অক্ষয় তৃতীয়ায় স্নানযাত্রা, গাজন, বুদ্ধ পূর্ণিমায় বলরাম দেবের চক্ষুদান, জমাষ্টমীর ব্রত, রাসলীলা, পৌষ সংক্রান্তিতে বাহান্ন ভোগ, শ্রীপঞ্চমী থেকে দোলপূর্ণিমা পর্যন্ত দোল উৎসব ও মেলা | এই সব উৎসব হেতু এই মন্দিরে ,সদাই লোক সমাগম হয়ে থাকে। গ্রাম দেবতা শ্রী শ্রী বলরামের নামের মহাত্যে বোড়ো গ্রামটির নাম হয় বোড়ো বলরাম।
Comments
Post a Comment