Jhenida Old Moth, Bangladesh

 


ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ধোপাদী গ্রামের একটি প্রাচীন মঠ। সংস্কারের প্রয়োজনে সম্পূর্ণ ধ্বংসের দিকে যাচ্ছে। এখনই যদি সংস্কার করা না হয়। পরের প্রজন্মের হয়তো আর দেখতে পারবেনা। আমি বাংলাদেশ সরকারের কাছে আকুল অনুরোধ জানায় এই মোটাকে সংস্কার করার জন্য।

মঠ সম্পর্কে খুব কম জানা থাকলেও এর উত্সের তারিখ সন্ধান করা একটি ধাঁধা। প্রত্নতাত্ত্বিকেরা আমরা পূর্বে উল্লেখ করেছি অবশ্যই নির্মাণ কাজ শেষ করে দেওয়া হয়েছে এবং কোনও নির্মাণের তারিখ নথিভুক্ত করা হয়নি।  যে মঠটি সুলতানি আমলে নির্মিত হয়েছিল যা ১২০৬ সালে শুরু হয়েছিলতারা আরও জানতে পেরেছিল যে খান জাহান আলী (আঃ) ১৪১ in সালে বারো বাজারে গিয়েছিলেন, তখন মঠটি সেখানেই দাঁড়িয়ে ছিল। সুতরাং গণিতটি অবশ্যই ১২০৬ থেকে ১৪১৮ এর মধ্যেই নির্মিত হয়েছিল।

কিভাবে যাবেন: প্রথমেই ঝিনেদা কালিগঞ্জ বারোবাজার আসতে হবে। তারপর অটো বা সিএনজি করে ধোপাদী বাজারে আসতে হবে। তারপর এখানে যে-কোনো লোককে বললেই আপনাকে নিয়ে যাবে এখানে।


Comments

Popular posts from this blog

Dandesvara and Mahamaya Mandir, Karnagarh, West Medinipur

Jagaddala Mahavihara