Ek Pai Sikka/One Pice Coin




 

এক পাই সিককা


ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জনসাধারণের ব্যবহারের জন্য চালু করা প্রথম মুদ্রা ( বেঙ্গল প্রেসিডেন্সি )        "এক পাই সিককা" যাতে বাংলা হরফ ব্যবহার করে। ১৭৬৫ সালে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম বাংলার গভর্নর রবার্ট ক্লাইভের কাছে বাংলা ,বিহার এবং উড়িষ্যার দেওয়ানী হস্তান্তর করেন ২৬ লক্ষ টাকার বিনিময়ে। আর ঠিক তার পরেই সম্রাট পুতুল শাসকের পরিণত হন এবং এজন্য ইংরেজরা পুরোপুরি শুল্ক তাদের আয়ত্তে করে নেয়। আস্তে আস্তে ইংরেজরা বিষের মত রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে থাকে। আঠারো শতকের শেষ দিকে “বেঙ্গল প্রেসিডেন্সি” এর জন্য তৈরি মুদ্রায় বাংলা হরফে লেখা হয় “এক পাই সিককা”(১৭৬৫-১৮৩৪)। এই মুদ্রা ইংরেজি কোম্পানি তৈরি করেছিল মুঘল বাদশা "দ্বিতীয় শাহ আলমের" নামে। এগুলোতে প্রতিকীভাবে শাহ আলম এর নাম ব্যবহার করা হয়েছে। তবে মূলত এগুলো ইংরেজদেরই মুদ্রা।শাহ আলম এর নামে মুদ্রিত বেঙ্গল প্রেসিডেন্সির মুদ্রার পর বাংলা, বিহারে আর কোন মুঘল সম্রাটের নামে মুদ্রা নকশা করা হয়নি। 

৪ একপাই সিককা = ১ আনা

৬৪ একপাই সিককা = ১ রুপি


মুদ্রাটিতে মোট তিনটি ভাষা ব্যবহার করা হয়েছে- বাংলা, ফার্সি ও গুজরাটি ;একদিকে এই তিন ভাষায় লিখা আর বিপরীতে শুধু ফার্সি।


অভিমুখে-

এক পায় সিককা

یک پای سکہ

એક પાઇ

થીકા

[ Translation: One pie coin ]


বিপরীতে:-

ســـنہ جلوس۴٥ شـــاه عالم باد شـــاه

{ sanah julus 45 Shah Alam Badshah }

[ Translation: In the 45th year of the Emperor Shah Alam II ]



Comments

Popular posts from this blog

Dandesvara and Mahamaya Mandir, Karnagarh, West Medinipur

Manasa Mangal Kavya