Sri Sri Bura Shiva Dham Mandir Complex, Dhaka University Area, Dhaka, Bangladesh








 

শ্রী শ্রী বুড়া শিবধাম মন্দির কমপ্লেক্স, শিব বাড়ি আবাসিক এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শহীদ মিনারে যাওয়ার পথে একটু বাম দিকে ভেতরের দিকে শিব বাড়ি আবাসিক এলাকায় একটি দৃষ্টিনন্দন মন্দির কমপ্লেক্স অবস্থিত। অপরূপ কারুকার্যময় লাল রঙের এই মন্দির কমপ্লেক্সের নাম ‘শ্রী শ্রী বুড়া শিবধাম’। অনেক দূর থেকে এই মন্দির কমপ্লেক্সটি দেখা যায়। শ্রী শ্রী শিবধাম মন্দির কমপ্লেক্সের নামে এই এলাকার নাম হয়েছে ‘শিববাড়ী’। এটি ঢাকার শহরের অন্যতম পুরাতন একটি মন্দির। মন্দির কমপ্লেক্সের প্রবেশ পথে একটি নাট মন্দির রয়েছে। এছাড়া এখানে রয়েছে আরো কয়েকটি শিব মন্দির। 

মন্দির কমপ্লেক্সটি নির্মাণে সঠিক সময়কাল জানা যায় না। তবে কালিকা পুরাণে বুড়া শিব সত্য ধামের নাম উল্লেখ থাকায় অনেকে ধারনা করেন মন্দিরটি প্রায় ১৫০০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। অনেকে মতে প্রায় ১০০০ বছর পূর্বে শংকরাচার্য এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। অনেকের মতে সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে (১৬০৫-১৬২৭) মন্দিরটি নির্মাণ করা হয়। পুরাতন এই মন্দিরটি ১৯১২ সালের এক প্রলয়কারী ঝড়ে বিধ্বস্ত হলে শিব ভক্ত বর্ধমানের রাজা বিজয় চাঁদ মন্দির পুনঃনির্মাণ করে দেন। বর্ধমানের রাজা সে সময়ে অবস্থান করতেন শিব মন্দিরের পেছনে বর্ধমান হাউজে (বর্তমান বাংলা একাডেমী)। তখন নেপালের রাজা-রানি এ দেশে সফরে আসলে এই শিব মন্দির কমপ্লেক্সটি পরিদর্শনে করতেন। কারো মতে পাকিস্তান প্রতিষ্ঠার প্রাক্কালে শ্রী শ্রী ব্রজানন্দ নামে এক অবাঙালি দিগম্বর বৈষ্ণব সাধু মন্দিরটি নবরূপে নির্মাণ করেন। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এ মন্দিরের সেবায়েতসহ বেশ কয়েকজন পুরোহিতকে হত্যা করেছিল।  


Comments

Popular posts from this blog

Dandesvara and Mahamaya Mandir, Karnagarh, West Medinipur

Sri Sri Siddheshwari Kali Mandir, Dhaka